উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গের ছয় পড়ুয়াকে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ

August 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে লালকেল্লায় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার উত্তরবঙ্গের বিভিন্ন কলেজের ছয় পড়ুয়াকে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। রবিবার বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন পড়ুয়ারা। তাঁদের যাতায়াত, থাকা, খাওয়া ও বিশেষ পোশাকের খরচ বহন করবে কেন্দ্র। এই প্রকল্পে দেশ থেকে মোট ৪০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন উত্তরবঙ্গের মালদহ কলেজের মহম্মদ আমন আলি ও সুপর্ণা মণ্ডল, ডালখোলার শ্রী অগ্ৰসেন মহাবিদ্যালয়ের ছাত্র মহম্মদ আসফাক, শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয়ের সম্রাট সরকার ও ছাত্রী কিরণ রায় এবং জলপাইগুড়ির ধূপগুড়ি গার্লস কলেজের অর্চনা বর্মন।

শ্রী অগ্ৰসেন মহাবিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) প্রোগ্রাম অফিসার দিলীপ হাজরা বলেন, জাতীয় স্তরে সেবামূলক কাজের বিভিন্ন প্রকল্পে সাফল্যের জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়ের বাছাই করা এনএসএস ভলান্টিয়ারকে আমন্ত্রণ জানানো হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। এই সাফল্য সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার জন্য বাকিদেরও উৎসাহিত করবে। এনএসএস ভলান্টিয়ার হিসেবে সেবামূলক কাজ, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, কেন্দ্রের বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি নিয়ে প্রচার করেছিল ওই পড়ুয়ারা। বছরভর রাজ্যের কলেজগুলিতে এনএসএস ইউনিটগুলির পারফরমেন্স বিচার করে দেখে কলকাতায় রিজিওনাল অফিস। সেখান থেকেই কলেজগুলি থেকে পড়ুয়াদের বাছাই করে লালকেল্লার অনুষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Independence Day, #Independence Day 2024, #North Bengal, #students

আরো দেখুন