কলকাতা বিভাগে ফিরে যান

ডাক্তারি পড়ুয়ারদের জন্য চালু হেল্পলাইন, নম্বর হল ১৮০০৩৪৫৫৬৭৮

August 12, 2024 | < 1 min read

ডাক্তারি পড়ুয়ারদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডাক্তারি পড়ুয়ারদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮, রবিবার আরজি কর হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানান তিনি। পুলিশ কমিশনার বলেন, হেল্পলাইন নম্বরে ফোন করে কারও কিছু বলার থাকলে বলতে পারেন। পরিচয় গোপন রেখে অভিযোগ জানানো যাবে। ইমেল আইডিও দেওয়া হবে।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার চন্দন গুহকেও সরানো হয়েছে বলে জানান পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আরজি করের চিকিৎসকদের সংগঠন সাংবাদিক বৈঠক করে। তাঁদের দাবি, অভিযুক্তকে গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে যথাযথ প্রমাণের ভিত্তিতে বিচার বিভাগীয় তদন্ত ও প্রাণদণ্ড দেওয়া হোক। অভিযুক্তের বিরুদ্ধে যে সিসিটিভি ফুটেজ মিলেছে ও ময়নাতদন্তের রিপোর্টে যা পাওয়া গিয়েছে তা আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধিদের সবিস্তার জানানোর দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশের বক্তব্য, চিকিৎসকেরা ৫ জনের একটি কমিটি গঠন করুক। চিকিৎসকদের দাবি মেনে সেই কমিটিকে ময়না তদন্তের রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ দেখানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#R G Kar Hospital, #R G Kar Hospital Incident, #R G Kar, #Kolkata Police, #Helpline Number, #medical students, #Vinit Goyal

আরো দেখুন