রাজ্য বিভাগে ফিরে যান

বেআইনি টোটোর দাপট রুখতে QR Code-র ভাবনা রাজ্যের

August 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেআইনি টোটোর দাপট রুখতে তৎপর পরিবহণ দপ্তর। শোনা যায়, গোটা রাজ্যে ২০ থেকে ২২ লক্ষ অবৈধ টোটো রয়েছে। যদিও পুঙ্খানুপুঙ্খ তথ্য সরকারের হাতে নেই, তাই টোটোসুমারির সিদ্ধান্ত হয়েছে। জেলা, ব্লক, পুরসভা বা পঞ্চায়েত কোন এলাকার কত টোটো চলছে, সে’তথ্য সংগ্রহ করবে প্রশাসন। টোটো মোটর ভেহিকল আইনের আওতায় না-পড়লেও, বিকল্প উপায়ে তা নথিভুক্তির কাজ শুরু হবে। সমস্ত টোটোতে ‘কিউআর কোড’ বসানো হবে। কোড স্ক্যান করলেই টোটোর মালিকের যাবতীয় তথ্য, সমস্ত বিবরণ চলে আসবে।

অন্যান্য গাড়ির মতো বিশেষ নম্বর সম্বলিত স্টিকারও দেওয়া হবে টোটোগুলিকে। বাস বা অটোর যেমন নির্দিষ্ট রুট-পারমিট থাকে, টোটোর ক্ষেত্রেও আগামী দিনে যাতায়াতের পরিসর নির্দিষ্ট করে দেওয়া হয়। পরিবহণ মন্ত্রীর বক্তব্য, টোটো চালকদের জীবন-জীবিকা কোনওভাবেই ব্যাহত হবে না। বরং আরও উন্নত পরিষেবার লক্ষ্যে রাজ্য সরকার তাদের সবরকম সহায়তা করবে।

জানা যাচ্ছে, কিউআর কোড ও বিশেষ স্টিকার তৈরির দায়িত্বে থাকবে তথ্যপ্রযুক্তি দপ্তর। তারাই টোটো-সুমারির ভিত্তিতে তথ্যভাণ্ডার তৈরি করবে এবং প্রযুক্তিগত যাবতীয় সাহায্য করবে। টোটো সংক্রান্ত একটি বিশেষ অ্যাপও তৈরি করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Toto, #QR code

আরো দেখুন