কবে থেকে শুরু হবে BSNL 5G-র ট্রায়াল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: Jio-র পাশাপাশি অন্যান্য টেলিকম সংস্থাগুলিও তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করেছে। গ্রাহকরা বিএসএনএল নেটওয়ার্কের দিকেই ঝুঁকছেন। শোনা যাচ্ছে, বিএসএনএল খুব তাড়াতাড়ি 5G ট্রায়াল শুরু করতে চলেছে। বিএসএনএল কিন্তু এখনও দেশের সব জায়গায় দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা অর্থাৎ 4G পৌঁছে দিতে পারেনি। তারা এখনো পর্যন্ত 5G পরিষেবা লঞ্চ করতে পারেনি।
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাবি করেন, দেশে খুব তাড়াতাড়ি BSNL 5G পরিষেবা চালু হবে। ইতিমধ্যেই BSNL 5G সিম দেওয়া শুরু করেছে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে তারা ৮০ হাজার 4G টাওয়ার বসবে দেশের বিভিন্ন জায়গায়। আগামী বছর মার্চের মধ্যে টাওয়ারের সংখ্যা এক লক্ষ পার হয়ে যাবে। মনে করা হচ্ছে, বিএসএনএল দেশজুড়ে 4G ও 5G পরিষেবা চালু করলে অন্যান্য টেলিকম সংস্থাগুলি চাপে পড়ে খরচ কমাতেও পারে।
আপাতত BSNL 5G-র ট্রায়াল রান শুরু করবে। দিল্লির কনৌট প্লেস, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, সঞ্চার ভবন, ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টার, হায়দ্রাবাদের আইআইটি, বেঙ্গালুরুর সরকারি দপ্তরে ট্রায়াল রান শুরু হবে। বাংলায় BSNL 5G-র ট্রায়াল রান শুরু করার খবর নেই।