লা-নিনা’র প্রভাবে দুর্গাপুজোয় বৃষ্টির আশঙ্কা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজোর এখনও কয়েকদিন বাকি। এর মধ্যেই ঘনিয়ে উঠল আশঙ্কার মেঘ! আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সেপ্টেম্বরের শুরুতেই আসছে লা-নিনা। প্রশান্ত মহাসাগরের এই বিশেষ পরিস্থিতি ভারতে বৃষ্টিপাত বৃদ্ধির সহায়ক হয়। এর প্রভাব থাকে কয়েকমাস। এবার দুর্গাপুজো পড়েছে অক্টোবরের প্রথমার্ধে। ২ অক্টোবর মহালয়া। বিজয়া দশমী ১২ অক্টোবর। তারও কয়েকদিন পর আসবে রাজ্য থেকে বর্ষাবিদায়ের স্বাভাবিক সময়। এই অবস্থায় লা-নিনা পরিস্থিতি পুজোর দিনগুলিতে রাজ্যে বৃষ্টিপাতের শঙ্কা বাড়াল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে সরকারিভাবে বর্ষাকাল ধরা হয়। তবে সেপ্টেম্বর থেকেই বর্ষাবিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে যায় উত্তর ভারতে। পশ্চিমবঙ্গ থেকে বর্ষাবিদায়ের স্বাভাবিক সময় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ। অর্থাৎ আবহাওয়াগত বিচারে এবার পুজোর সময় রাজ্যে বর্ষাকালই চলবে।