শ্রাবণের শেষ সোমবার কুলতলির রামেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হল জলাভিষেক উৎসব
শ্রাবণের শেষ সোমবার কুলতলির জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের জালাবেড়িয়া রামেশ্বর মন্দিরে শ্রী শ্রী মহাশিবের পূর্ণ ১৭তম জলাভিষেক উৎসব অনুষ্ঠিত হল। কৈখালীর গঙ্গা থেকে জল নিয়ে দীর্ঘ ১৬ কিলোমিটার পথ প্রায় হেঁটে ১১ নম্বর জালাবেড়িয়া রামেশ্বর মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালেন ভক্তরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি, জয়নগর, মগরাহাট, রায়দিঘি, ক্যানিং-সহ একাধিক ব্লকের মানুষজন নিজেদের মনস্কামনা পূর্ণ করতে মহাদেবের মাথায় জল ঢালেন। আদি গঙ্গা কালীবাড়ি ময়দা, বিষ্ণুপুর মহাশ্মশানের গঙ্গা কুলতলির কৈখালী গঙ্গা থেকে জল আনেন তাঁরা।
ঘট নিয়ে বাবা মহাদেবের নাম জপতে জপতে আসেন তাঁরা, কারও হাতে ত্রিশূল কেউবা গেরুয়া বসন পরে। বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিক হাজির ছিলেন জলাভিষেক অনুষ্ঠানে।
কুলতলির বিডিও, বিধায়ক এমনকি জনপ্রতিনিধিরাও এসেছিলেন এদিন। কুলতলীর মধ্য গুড়গুড়িয়া প্রজাঘেরী বাণীতোলা শিবমন্দির, পূর্ব দেবীপুর রথ তলা শিব মন্দির মৈপিঠ গঙ্গার ঘাট থেকে তারা জল নিয়ে রামেশ্বরম শিবমন্দিরের মহাদেবের মাথায় জল ঢালেন। জামতলার বটতলায় শিব মন্দিরে, ডোঙ্গাজোড়া শিমুলতলী মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।