সমাজমাধ্যমে মন্ত্রীর ছেলে বলে FAKE ছবি, জানতে পেরে কেঁদে ফেললেন সৌমেন মহাপাত্র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় চলছে তদন্ত। মিছিল থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই চলছে সোচ্চার প্রতিবাদ। গত দিন দুয়েক ধরে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক ‘নেতা তথা প্রাক্তন মন্ত্রীর পুত্র’, যিনি নিজেও পেশায় চিকিৎসক।
কে বা কারা যুক্ত সেই নারকীয় ঘটনার সঙ্গে? নানা নাম, নানা ছবি, নানা তথ্য ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সে সবের একটি বড় অংশ আবার শুধুই অনুমান বা যাচাই না করা খবর। ভাইরাল হওয়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা সৌমেন মহাপাত্রর সৌমেন মহাপাত্রর ছেলে আরজি করের ঘটনায় সরাসরি যুক্ত এবং সে কারণেই নাকি ঘটনা আড়াল করার চেষ্টা চলছে।
কিন্তু বাস্তবে এই বিষয় সৌমেন মহাপাত্রর ছেলে ডঃ বোধিসত্ত্ব মহাপাত্র বর্তমানে পাঁশকুড়ার BMOH হিসেবে কর্মরত। আরজি কর মেডিক্যাল কলেজের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি এসএসকেএম হাসপাতালে পড়েছেন। ২০১৭য় ইন্টার্নশিপ পাস করে গিয়েছেন তিনি।
গোটা ঘটনায় অত্যন্ত মর্মাহত সৌমেন মহাপাত্র। এই ধরনের অত্যন্ত নিম্ন রুচির FAKE পোস্ট তাঁকে এতটাই আঘাত করে যে মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে তিনি কেঁদে ফেলেন।