কলকাতা বিভাগে ফিরে যান

এবার থেকে পুরুষেরাও পাবেন চাইল্ড কেয়ার লিভ, ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্ট

August 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার পুরুষেরাও সন্তানকে দেখভালের জন্য ছুটি নিতে পারবেন। সোমবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে হবে। এক শিক্ষকের করা মামলায় বিচারপতি অমৃতা সিংহ এমন নির্দেশ দেন।

মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের মতো বাবারও সমান দায়িত্ব রয়েছে। ছুটির ক্ষেত্রে কেন তাঁরা বঞ্চিত হবেন? তাঁদেরও ছুটি পাওয়া উচিত। এ বিষয়ে ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও জানায় আদালত।

উল্লেখ্য, মহিলারা সন্তানের দেখাশোনার জন্য ৭৩০ দিন ‘চাইল্ড কেয়ার লিভ’ পান। এতে কোনও বেতন কাটা হয় না। বাংলায় পুরুষদের ৩০ দিন ছুটি দেওয়া হয়। এর বেশি ছুটি নিলে বেতন কাটা হয়। যাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছিলেন এক শিক্ষক। আদালত জানায়, রাজ্যকে এ বিষয়ে পদক্ষেপ করতে হবে। আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে নির্দেশিকা জারি করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #calcutta high court, #child care

আরো দেখুন