ফেক নিউজ রোধে RJ অগ্নিদের পাশে থাকার জন্য বার্তা লালবাজারের
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আরজি কর হাসাপাতালে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভের আগুনে পুড়ছে গোটা রাজ্য। এই ঘটনায় দোষীর ফাঁসির সাজা দাবি করছেন অনেকেই। সোশ্যাল মিডিয়া জুড়ে ক্ষোভের বন্যা। অভিনেতা, শিল্পী থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। ফেসবুক, এক্স হ্যান্ডল, ইনস্টাগ্রামে গর্জে উঠেছেন সকলে। পোস্টের বন্যা বইছে সর্বত্র। সেই তালিকাতে ছিলেন আরজে অগ্নিও। তিনিও একাধিক প্রশ্ন তুলেছিলেন আরজি করের ঘটনা নিয়ে।
মঙ্গলবার সকালে আরজে অগ্নিজিৎ সেনকে (অগ্নি) তলব করে লালবাজার। নিজের ফেসবুক ওয়ালে অগ্নিজিৎ সেন জানিয়েছেন, লালবাজারের তলব পেয়ে গিয়েছিলেন এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। রেডিয়ো জকির কথায়, ‘এই ঘটনা নিয়ে কোনওরকম পোস্ট করায় পুলিশের কোনও আপত্তি নেই। তবে, সমস্ত তথ্য যেন যাচাই করে নেওয়া হয়। আমাদের মাধ্যমে সকলের কাছে ওঁদের অনুরোধ, কোনওভাবেই যাতে এই ঘটনা নিয়ে ভুয়ো কিংবা ভিত্তিহীন খবর না ছড়ানো হয়। তাঁরা নিজেরাও যথেষ্ট বিরক্ত।’ পাশাপাশি অগ্নি জানিয়েছেন তিনি যাদবপুরে বুধবার মধ্যরাতের ডাকা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন।
এ দিকে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্যের প্রচার বন্ধ করতে মরিয়া কলকাতা পুলিশ। সম্প্রতি এই প্রসঙ্গে আবেদন জানিয়ে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে লালবাজারের পক্ষ থেকে। ফলে নজর রাখা হচ্ছে সমস্ত সেলেবদের পোস্টেও।