ঝাড়গ্রামে নয়া রেলপথের অনুমোদন, খুশির হাওয়া জঙ্গলমহলে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঝাড়গ্রামে নতুন রেলপথ তৈরির অনুমোদন মিলেছে। যাকে কেন্দ্র করে গোটা জঙ্গলমহল জুড়ে খুশির হাওয়া। জানা যাচ্ছে, আটটি নতুন রেলপথ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিক খরচ হিসাবে ২৪,৬৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে বলে জানা যাচ্ছে।
নয়া রেলপথ তৈরির কাজ ২০৩০-৩১ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে রেলের। ওড়িশা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা এবং বাংলায় নয়া রেলপথ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলায় তৈরি হবে বুড়ামুরা থেকে চাকুলিয়া রেলপথ। এই রেলপথের মোট দৈর্ঘ্য ৫৯.৯৫ কিলোমিটার।
রেলপথটি ওড়িশার ময়ূরভঞ্জ ও বাংলার ঝাড়গ্রাম জেলা অবধি বিস্তৃত হবে। নতুন রেলপথ চালু হলে জঙ্গলমহলের মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের সুবিধা হবে। যাত্রী পরিবহন ছাড়াও পণ্য পরিবহনের ক্ষেত্রেও নয়া দিগন্ত উন্মুক্ত হবে।