রাজ্য বিভাগে ফিরে যান

তারকেশ্বর মন্দিরের ইতিহাস ও তারকনাথের ছবি নিয়ে সংগ্রহশালা ও প্রদর্শনী, চলবে ১৯ আগস্ট পর্যন্ত

August 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯ আগস্ট রাখি পূর্ণিমা পর্যন্ত চলবে শ্রাবণী মেলা। মেলায় এবারের অন্যতম সেরা আকর্ষণ তারকেশ্বর মন্দিরের ইতিহাস ও তারকনাথের ছবি নিয়ে সংগ্রহশালা। চলতি বছর রাজ্য সরকারের উদ্যোগে তারকেশ্বরের দুধপুকুরের পশ্চিম পাড়ে শ্রাবণী মেলা সংগ্রহশালার উদ্বোধন হল। শনিবার উদ্বোধন হয়। প্রশাসনের দাবি, এমন উদ্যোগ এই প্রথম নেওয়া হল।

সংগ্রহশালায় তারকেশ্বরের ইতিহাস তুলে ধরা হয়েছে। প্রাচীনকালে দক্ষিণ রাঢ় অঞ্চল হিসাবে পরিচিত ছিল হুগলি। সিংহপুর রাজ্যের অন্তর্গত ছিল তারকেশ্বর। সংগ্রহশালায় রাজা ভারমল্ল ও মুকুন্দ ঘোষের কথা উঠে এসেছে। ১৮৭৭-এ রচিত ‘তারকমঙ্গল’ কাব্য থেকে জানা যায়, রামনগরের রাজা ভারমল্ল তারকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। শিব শিলা মাটি থেকে বের করে আনতে গিয়ে খননের ফলে সরোবরের সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে তার নাম হয় দুধপুকুর। সংগ্রহশালা থেকে জানা যাবে এসব তথ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#exhibition, #tarakeswar, #Tarakeswar Temple, #museums

আরো দেখুন