কলকাতা বিভাগে ফিরে যান

সমীক্ষার কাজ শেষলগ্নে, কলকাতায় নথিভুক্ত হয়েছেন ৫১ হাজারের বেশি হকার

August 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় শেষের পথে শহরের হকার সমীক্ষা, জানা যাচ্ছে ৮০ শতাংশ এলাকায় সমীক্ষার কাজ মিটে গিয়েছে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৬টি ওয়ার্ডে সমীক্ষা শেষ হয়ে গিয়েছে। শহরজুড়ে ৫১ হাজারের বেশি হকার এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছেন। সমীক্ষা দ্রুত শেষ করতে তৎপর পুরসভা। বড়বাজার, পোস্তা, গার্ডেনরিচের মতো অঞ্চল নিয়ে চিন্তিত পুরসভা। হকারের সংখ্যা বেশি হওয়ায় বেগ পাচ্ছেন পুরকর্মীরা। বড়বাজার ও পোস্তা অঞ্চলে সমীক্ষার কাজ সম্পন্ন করতে রেকর্ড সংখ্যক কর্মী নামিয়েছে পুরসভা।

পুরসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ১২ আগস্ট অবধি ৫১,২৬৮ জন হকারের নাম নথিভুক্ত করা হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমীক্ষার কাজ সম্পূর্ণ করে ফেলার বিষয়ে আশাবাদী পুরসভা। তবে কিছু কিছু এলাকায় সমীক্ষা করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বলে খবর। সমীক্ষক দলের সদস্যদের বক্তব্য, হকারদের একাংশ প্রতিবন্ধকতা তৈরি করছে। তবে সিংহভাগ হকার সহযোগিতাই করছেন।

বড়বাজার, পোস্তা, গার্ডেনরিচের মতো ঘিঞ্জি এলাকায় সমীক্ষা করতে নানা সমস্যা হচ্ছে। কে কোথায় পসরা নিয়ে বসেন, একটি ডালা বা স্টল ক’জন সামলান, একই জায়গায় সকালে ও বিকেলে অন্য স্টল চালাচ্ছেন কি না, এমন নানা তথ্য তলাশ করা হচ্ছে। পুরসভার দাবি, তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমীক্ষা চালাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #survey, #hawkers

আরো দেখুন