১৫ই আগস্টের সেই দিনে কেমন ছিল সংবাদপত্রের শিরোনাম!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০০ বছরের অসীম প্রতীক্ষা। যন্ত্রণা, মৃত্যু, অত্যাচারের ২০০ বছর। তারপর এল সেই দিন। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। রাত ১২ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহর লাল নেহেরু। গোটা দেশ ভাসল স্বাধীনতার আবেগে। গোটা বিশ্বই আস্বাদন করেছিল সেদিনের ভারতের স্বাধীনতার স্বাদ। পরদিন সকালে গোটা পৃথিবীর জনপ্রিয় পত্রিকায় স্বাধীন ভারতের খবর।
চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল সেদিনের সংবাদ পত্রগুলির প্রথম পাতা
আনন্দবাজার পত্রিকা
আনন্দবাজার পত্রিকার সেদিনের প্রথম পাতা জুড়ে ছিল শুধুই আবেগ, এক স্বাধীন আবেগ।
দ্য ডেইলি টেলিগ্রাফ
নিউইয়র্কের এই সংবাদপত্রের প্রথম পাতায় সেদিন জায়গা করে নিয়েছিল ভারতের স্বাধীনতা এবং দেশভাগের খবর।
ম্যাঞ্চেস্টার গার্ডিয়ান
ম্যাঞ্চেস্টার গার্ডিয়ানের প্রথম পাতায় লেখা হয়েছিল, ভারত- পাকিস্তান দুই রাষ্ট্রের জন্মের গল্প।
দ্য ওয়াশিংটন পোষ্ট
এই সংবাদপত্রও ছেপেছিল ভারতের সার্বভৌমত্বের খবর।
মর্নিং নিউজ
এই সংবাদপত্রটিও সেদিন দুই দেশের জন্মের খবর ছেপেছিল।
দ্য নিউইয়র্ক টাইমস
দ্য নিউইয়র্ক টাইমস তার হেডলাইনে পৃথিবীর মানচিত্রে দুই নতুন রাষ্ট্রের যুক্ত হওয়ার কথা লেখে।
দ্য স্টেটসম্যান
দ্য স্টেটসম্যান সেদিনের এই জয়কে মানব জাতির এক পঞ্চমাংশের রাজনৈতিক জয় বলে আখ্যা দেয়।
দ্য হিন্দুস্তান টাইমস
সেদিনের এই সংবাদ পত্রের হেডলাইন হয়, ‘স্বাধীন ভারত, ব্রিটিশ শাসনের অবসান’।
দ্য টাইমস অফ ইন্ডিয়া
দ্য টাইমস অফ ইন্ডিয়ার সেদিনের হেডলাইন ছিল , ‘ভারতের স্বাধীনতার জন্ম’।