বিনোদন বিভাগে ফিরে যান

‘রাত দখল’-র নিশিথে তরুণী চিকিৎসকের জন্য বিচার চাইতে পথে মিমি, শুভশ্রীরা

August 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে বিচার চেয়ে পথে নামে টলিউডের একাংশ। রাত দখলের রাতে বিচারের দাবি কণ্ঠ মেলান শুভশ্রী, পার্নো, মিমি সহ অন্যান্যরা। ছোট পর্দার তারকাও ছিলেন।

মিছিল তথা জমায়েতে অংশ নিতে দেখা যায়; শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, অরিন্দম শীল। দেখা যায় পরিচালক বিরসা দাশগুপ্তকেও।

অন্যদিকে যাদবপুরের জমায়েতে অংশ নেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী, মিছিল থেকে হাততালি দিয়ে স্লোগান তোলেন বিচারের দাবিতে।

ঋদ্ধি সেনও অংশ নেন। ছবি পোস্ট করে তিনি লেখেন, “এই শুভ রাতে ভালো হয়ে থেকো না। রাগ দেখাও, ক্ষোভ দেখাও। এই মৃতপ্রায় আলোতে গর্জে ওঠো অন্ধকারের বিরুদ্ধে।”

নিম ফুলের মধু ধারাবাহিক খ্যাত তনুশ্রী গোস্বামী, অনুরাগের ছোঁয়ার সায়ন্তনী মল্লিক, দিব্যজ্যোতি দত্ত, তৃণা সাহা, ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখদের পথে নামতে দেখা যায় এদিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#mimi chakraborty, #Subhashree Ganguly, #Riddhi Sen, #Rg kar

আরো দেখুন