বিনোদন বিভাগে ফিরে যান

এক ঝলকে দেখে নিন ২০২৪-র জাতীয় পুরস্কার কারা পেল? 

August 16, 2024 | < 1 min read

২০২৪-র জাতীয় পুরস্কার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘোষিত হল ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম। শুক্রবার নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে এই অনুষ্ঠানটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক (আইএন্ডবি) ২০২২ সালে নির্মিত সেরা ভারতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে।

একনজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা

সেরা পরিচালক: সুরজ বরজাতিয়া (উঁচাই)

পরিপূর্ণ বিনোদন প্রদানকারী সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: কানতারা

সেরা অভিনেত্রী: নিত্যা মেনেন (তিরুচিত্রাম্বলম) ও মানসী পারেখ (কচ্ছ এক্সপ্রেস)।

সেরা অভিনেতা: ঋষভ শেঠি (কানতারা)

সেরা পার্শ্ব অভিনেত্রী: নীনা গুপ্তা (উঁচাই)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: পবন মালহোত্রা

শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী: বোম্বে জয়শ্রী (ছাইয়ুম ভেইল)

সেরা পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র) পর্ব ১: শিবা

সেরা শিশু শিল্পী: শ্রীপথ (মালিকাপ্পুরম)

সেরা নবাগত : ফৌজা, প্রমোদ কুমার

সেরা অ্যাকশন ডিরেকশন: কেজিএফ: চ্যাপ্টার ২

সেরা কোরিওগ্রাফি: তিরুচিত্রবালাম

শ্রেষ্ঠ গীতিকার: ফৌজা

সেরা সংগীত পরিচালক: প্রীতম (গান), এ আর রহমান (আবহ স্কোর)

সেরা রূপসজ্জা: অপরাজিত

সেরা পোশাক: কচ্ছ এক্সপ্রেস

সেরা প্রোডাকশন ডিজাইন: অপরাজিত

সেরা সম্পাদনা: আট্টাম

সেরা সাউন্ড ডিজাইন: পোন্নিয়িন সেলভান (পর্ব ১)

শ্রেষ্ঠ চিত্রনাট্য: আত্তম

সেরা সংলাপ: গুলমোহর

সেরা সিনেমাটোগ্রাফি: পোন্নিয়িন সেলভান (পর্ব ১)

সেরা তেলেগু ছবি: কার্তিকেয় ২

সেরা তামিল ছবি: পোন্নিয়িন সেলভান (পার্ট ওয়ান)

সেরা পাঞ্জাবি ছবি: বাঘি দি ধী

সেরা ওড়িয়া ছবি: দমন

শ্রেষ্ঠ মালায়ালাম চলচ্চিত্র: সৌদি ভেলাক্কা সিসি .২২৫/২০০৯

সেরা মারাঠি ছবি: ভালভি

সেরা কন্নড় ছবি: কেজিএফ: চ্যাপ্টার টু

সেরা হিন্দি ছবি: গুলমোহর

উল্লেখ্য ‘গুলমোহর’-এর জন্য মনোজ বাজপেয়ী এবং ‘কাধিকান’-এর জন্য সংগীত পরিচালক সঞ্জয় সলিল চৌধুরী।

TwitterFacebookWhatsAppEmailShare

#National Film Awards, #70th National Film Awards

আরো দেখুন