কলকাতা বিভাগে ফিরে যান

CU-র দ্বারভাঙা বিল্ডিংয়ে রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

August 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার থেকে আর কলকাতা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী দ্বারভাঙা বিল্ডিংয়ে কোনওরকম রাজনৈতিক সমাবেশের আয়োজন করা যাবে না। এই মর্মে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন। মামলার শুনানির পর দ্বারভাঙা বিল্ডিংয়ে রাজনৈতিক সভা না-করার নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, কোনওভাবে যাতে কোনও বহিরাগত ক্যাম্পাসের মধ্যে ঢুকতে না-পারে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ করতে হবে। যাতে কোনও রাজনৈতিক কর্মসূচি না-হয়, পুলিশকে সেদিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মী, পড়ুয়ারা যাতে কোনও সমস্যায় না পড়ে, তা পুলিশকেই নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, আগস্টের প্রথম সপ্তাহে সিন্ডিকেট বৈঠক চলাকালীন কোনও এক রাজনৈতিক দলের বহিরাগত প্রতিনিধিরা বাইরে থেকে গেটে তালা দিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশ এসে রাতে তাঁদের উদ্ধার করে। নিরাপত্তাহীনতায় অভিযোগ দায়ের করে, বেশ কয়েকজন সিন্ডিকেট সদস্য ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। যার প্রেক্ষিতে এমন নির্দেশ দিল আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta university, #calcutta high court, #political rallies, #Darbhanga Building

আরো দেখুন