রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের দাবিতে সিলমোহর, নতুন চারটি ESI হাসপাতাল পাচ্ছে বাংলা

August 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাগাতার চাপের নতি স্বীকার করল মোদী সরকার, রাজ্যের দাবিতে সিলমোহর দিল কেন্দ্র। নতুন চারটি ইএসআই হাসপাতাল পেতে চলেছে বাংলা। প্রতিটি হাসপাতালে ১০০টি শয্যা থাকবে। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিংয়ে তৈরি হবে এই চার হাসপাতাল।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফে রাজ্যের কাছে প্রস্তাব আসে। তার প্রেক্ষিতে যাবতীয় বিষয়ে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য। এরপরই ইএসআই কর্পোরেশন চারটি হাসপাতাল তৈরির জন্য নীতিগত সম্মতি জানিয়েছে।

বাংলার স্বাস্থ্য কর্তাদের দাবি, দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকায় প্রস্তাবিত ইএসআই হাসপাতাল চালু হলে; অসংখ্য মানুষ উপকৃত হবেন। দুই মেদিনীপুরে ও উত্তর ২৪ পরগনায় নয়া তিন ইএসআই হাসপাতাল তৈরি হলে দক্ষিণবঙ্গের রোগীরা পরিষেবা পাবেন। কলকাতার মানিকতলা ও জোকায় বর্তমানে একটি করে ইএসআই হাসপাতাল রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#State Insurance Scheme, #West Bengal, #ESI Hospital

আরো দেখুন