গঙ্গাসাগর মেলাকে মাথায় রেখে সাগর দ্বীপে একশো শয্যা বিশিষ্ট হোস্টেল তৈরি করছে রাজ্য
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাগর দ্বীপে ও কপিল মুনির আশ্রমে সারা বছরই পর্যটকদের যাতায়াত লেগে থাকে। ভিড় জমান বহু পর্যটক। মেলায় আসা পুণ্যার্থী ও পর্যটকদের কথা মাথায় রেখে, ১০০ শয্যা বিশিষ্ট হোস্টেল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৫ সালের জানুয়ারির মধ্যে গঙ্গাসাগর মেলার আগেই পুণ্যার্থীদের জন্য হোস্টেল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বাড়ির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে নবান্ন।
ফি বছর জানুয়ারির একেবারে প্রথমে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে’সময় নতুন সুবিশাল হোস্টেল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। হোস্টেল চালু হলে, মেলার সময় তো বটেই পাশাপাশি বছরের অন্যান্য সময়েও পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা আরও ভাল হবে বলে আশাবাদী অনেকে।