রাজ্য বিভাগে ফিরে যান

আজ মিছিলে হাঁটবেন মমতা, পথে নামার দাবি কী কী?

August 16, 2024 | < 1 min read

নারী দিবস উপলক্ষ্যে কলকাতার রাজপথে ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কোন কোন দাবিতে আজ পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর তদন্ত করছে সিবিআই। তাদের উচিত প্রতিদিন তদন্তের অগ্রগতির কথা জানানো।

কলকাতা পুলিশকে তদন্ত শেষ করার জন্যে আগামী রবিবার (১৯।০৮।২০২৪) পর্যন্ত ডেডলাইন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সিবিআইয়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য।

কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। সুবিচার তখনই মিলবে যখন সিবিআই সব দোষীদের গ্রেপ্তার করবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে তার বিচার হবে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তাধীন মামলাগুলোর অধিকাংশ ক্ষেত্রেই নিয়মের জেরে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হয় না। মুখ্যমন্ত্রীর দাবি, এই মামলার ক্ষেত্রে চুপচাপ বিষয়টিকে ‘কবর’ দেওয়া উচিত হবে না। যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। বর্বরচিত কাজে জড়িতরা যাতে কোনওভাবেই ছাড়আ না পায়, তার দাবিতেই পথে নামবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Didi, #mamata didi, #Mamata Banerjee, #tmc, #Rally

আরো দেখুন