রাজ্য বিভাগে ফিরে যান

RG Kar: রবিবারের মধ্যে কিনারা করতে CBI-কে ডেডলাইন বেঁধে দিলেন মমতা

August 16, 2024 | 3 min read

 নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম দিন থেকে পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করে ঘটনার রাজ্য পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন ক্ষুব্ধ মমতা। তিনি বলেছিলেন, রবিবার অর্থাৎ ১৮ আগস্টের মধ্যে পুলিশ তদন্ত শেষ না করতে পারলে মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেবেন তিনি। কিন্তু তার আগেই কলকাতা হাই কোর্ট এই মামলা সিবিআই-কে তদন্তভার তুলে দিয়েছে। আজ RG Kar কান্ড নিয়ে  CBI-কেও তিনি ডেডলাইন বেঁধে দিলেন।  

একনজরে দেখে নিন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য:  

  • প্রথম দিন থেকে বলছি, দোষীদের শাস্তি চাই। এই ঘটনাকে সমর্থন করি না। ফাঁসি হোক। রাজ্য সরকার ফাঁসির পক্ষে। পুলিশ তদন্ত শুরু করেছিল। ঘটনা হয় শুক্রবার। আমি তখন ঝাড়গ্রামে। ফেরার সময় পুলিশ কমিশনারের মেসেজ পাই। তিনি ঘটনার বিবরণ দেন। বাবা-মায়ের সঙ্গে কথা বলিয়ে দেন। আমি তাঁদের বলি, দোষীদের ফাঁসি যাতে হয়, রাজ্য সরকার সেই ব্যবস্থা করবে। সোমবার আমি ওদের বাড়ি যাই। মেয়েটির কাজ ছিল বলে আগে যাইনি। কলকাতা পুলিশের কমিশনারকে নিয়ে গিয়েছিলাম। তদন্ত শুরু হলেও সে বিষয় প্রকাশ করা যায় না। তাঁর মৃতদেহ দেখাতে পারে না।
  • দেহ যখন বাড়িতে পৌঁছতে যাচ্ছিল, এক বিজেপি নেত্রী মাঝপথে বাবা-মাকে নামিয়ে দেন। পুলিশ হস্তক্ষেপ করে। আমি রাত জেগে খোঁজ নিয়েছি। আমি রাজনীতি করলেও মানুষ। ঘটনায় জ্বলে যাচ্ছিলাম।
  • আমি বলেছিলাম বাবা-মাকে, আমরা দোষীদের শাস্তি দেব। রবিবার পর্যন্ত সময় দিন। নয়তো CBI-কে দিয়ে দেব। সিপিএম, বিজেপি, আপনারা অপেক্ষা করতে পারতেন! পরিবারকে দোষ দিই না। আপনারা সময় দিলেন না। হাসপাতালের এভিডেন্স নিতে সময় লেগেছে। এগুলো বাইরে বলা যায় না। দোষী নিজের মতো ব্যবস্থা নিতে পারে। আপনারা রাজনীতি করলেন। আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না।
  • আমি জানি, সিপিএম, বিজেপি আরজি করে ভাঙচুর করেছে। সাধারণ মানুষকে কুর্নিশ জানাই। তাঁরা ঠিক কাজ করেছেন। রাত ১২টার পরে ডিওয়াইএফআই নিয়েছে দলের পতাকা, বিজেপি নিয়ে জাতীয় পতাকা। এটা বন্ধ করা উচিত।  
  • CBI যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে, তাহলে বৃহত্তর আন্দোলন হবে। দিল্লিতে গিয়ে আমরা ধরনা করব। সোমবার, রাখিবন্ধনের দিন আমাদের কর্মসূচি হবে সব ভাইবোনদের রক্ষার জন্য়। 
  • আমি চাই না কুৎসা করতে। CBI তদন্ত করছে। বিচারাধীন। আইন হাতে নেবেন না।
  • দোষীদের ফাঁসি চাই। রাম-বামের চক্রান্ত ব্যর্থ করুন। কুৎসাকারীদের ব্যর্থ করুন। বাংলামাকে অসম্মানের জবাব দাও বিজেপি। 
  •  আমি যত শান্ত থাকি, আপনাদের মঙ্গল। আমাকে আঘাত করলে আমি হয়ে যাই টর্নেডো, সাইক্লোন। নিজেকে কেয়ার করি না। মানুষকে কেয়ার করি।
  • আমরাই এক মাত্র লোকসভায় ৩৮ শতাংশ মহিলাদের নির্বাচিত করে পাঠিয়েছি। পুরসভায় ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। সন্তান মানুষের জন্য ছুটি দিয়েছি। স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার হলেন পরিবারের মহিলা। কন্যাশ্রী, রূপশ্রী রয়েছে। ছেলেদের জন্যও রয়েছে। 
  •  অপপ্রচার করেছেন আপনারা। বিজেপি নেতা কলকাতা পুলিশের কমিশনারকে বলছেন কুকথা বলেছেন। বিজেপির হাতের তামাক খাচ্ছে কংগ্রেস, সিপিএম। 
  •  এ সব করে আজ আপনারা এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন। আর একটা পা নীতীশের উপর, চন্দ্রবাবুর উপরে। দেশে একটাও মহিলা মুখ্যমন্ত্রী করেননি। আমি নিজেকে মহিলা মনে করি না। আমার কাছে ভাই, বোন, হিন্দু, শিখ, সকলে সমান। আমরা চরিত্র হনন করে, কুৎসা করে খাই না।
  • মণিপুর সামলাতে পেরেছন? নাগাল্যান্ড, অসম সামলাতে পেরেছেন? মিথ্যে প্রমাণিত হয়। যতই কুৎসা করা হোক। ওগুলো ফেক ভিডিয়ো। সত্য নয়। সত্য মানতে আমার অসুবিধা নেই।
  • ডিউটিতে যাঁরা থাকেন, প্রতি ঘণ্টায় রোগী কেমন রয়েছেন, দেখতে হয়। ডাক্তারদেরও অনেক কষ্ট করে কাজ করতে হয়। পুলিশের মতো। এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হল।
  • আমরা কামদুনিতে দু’জনকে ফাঁসি দিয়েছি। ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিলেন। কিন্তু আসল লোককে কি ফাঁসি দিয়েছেন? রোজ কাগজে পড়ছি। যিনি ফাঁসি দিয়েছেন, তিনি বলছেন, আমি মনে মনে কষ্ট পাচ্ছি। ধনঞ্জয় বাবুর স্ত্রী বলছেন, শান্তি পাচ্ছি। 
  • আমরা ভোটে জিতে এসেছি। নির্বাচন কমিশন সেই ভোট পরিচালনা করেছেন।  আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না! বলিও না। দেশের বিষয়। কিন্তু আমরা ভদ্রতা করব, আপনারা নয়! আপনারা সামলান। 
TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #protest rally, #RG Kar Incident, #RG Kar case

আরো দেখুন