রাজ্য বিভাগে ফিরে যান

সুন্দরবনে হাউসবোটে বসে রয়্যাল বেঙ্গলের দর্শন! কী উদ্যোগ পর্যটন দপ্তরের?

August 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পর্যটক টানতে এবার সুন্দরবনে হাউসবোট চালানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য। নবান্ন সভাঘরে শিল্প সংক্রান্ত বৈঠক, সুন্দরবনে পর্যটক টানতে কী কী নতুন পরিষেবা চালু করা যায়, সে’বিষয়ে আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। সুন্দরবনের যেসব খাঁড়ি পর্যটকদের জন্য নিরাপদ, সেখানে কেরলের মতো হাউসবোটের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিষেবা চালু করার জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে পর্যটন দপ্তর।

ফি বছর বিদেশি সহ কয়েক হাজার পর্যটক আসেন সুন্দরবনে। ‘সেফ জোন’ বা সুরক্ষিত এলাকা চিহ্নিত করে হাউসবোটের পরিষেবা চালু করা হবে। সুন্দরবনের সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চার, দুই-ই থাকবে এমন এলাকা বাছা হচ্ছে। হাউসবোটে চেপে জলে ভেসে বাদাবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকরা। হাউসবোটে ভাসতে ভাসতে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শনের সুযোগও মিলবে। আগামী শীতের আগেই এই পরিষেবা চালু করা যায় কি-না, তার চেষ্টা চালাচ্ছে পর্যটন দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tourism Department, #Royal Bengal Tiger, #sundarbans, #west bengal tourism department, #houseboat

আরো দেখুন