কলকাতা বিভাগে ফিরে যান

কুমোরটুলিজুড়ে তুঙ্গে একচালার দুর্গা প্রতিমার চাহিদা

August 16, 2024 | < 1 min read

কুমোরটুলিজুড়ে একচালার দুর্গা প্রতিমা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার কুমোরটুলিজুড়ে একচালার দুর্গা প্রতিমার চাহিদাও তুঙ্গে। কলকাতা উত্তরের রবীন্দ্র সরণি, কুমোরটুলি স্ট্রিট, বনমালী সরকার স্ট্রিট-সহ পটুয়াপাড়ার বিস্তীর্ণ অঞ্চলে মৃৎশিল্পীরা কেউ ২০টি, কেউ ২৫টি আবার কেউ তারও বেশি একচালার দুর্গা প্রতিমার বায়না পেয়েছেন। পুজোর এখনও দেড় মাস বাকি, ফলে একচালার দুর্গা প্রতিমার বায়না মেলার বিষয়ে আশাবাদী প্রতিমা শিল্পীরা।

ঘিঞ্জি কুমোরটুলির অলিগলিতে জোর কদমে চলছে প্রতিমা গড়ার কাজ। কোনও কোনও প্রতিমার কাঠামোর গায়ে বিচালি বাঁধা হচ্ছে, কোথাও আবার প্রতিমার বিচালির কাঠামোতে পড়ছে মাটির প্রলেপ। সর্বত্র ব্যস্ততা তুঙ্গে।

তবে সমস্যা হচ্ছে দর নিয়ে। প্রতিটি জিনিসের দামই অগ্নিমূল্য। প্রতিমা তৈরি জিনিসপত্রের দামও বেড়েছে। প্রতিমাশিল্পীদের দাবি, পুজো উদ্যোক্তারা অনেকেই সে কথা কিছুতেই মানতে চাইছে না। কারও কারও সঙ্গে তো কথা কাটাকাটিও হচ্ছে। সঠিক সময় উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দেওয়াই এখন বড় লক্ষ্য মৃৎশিল্পীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kumartuli, #Durga Idols

আরো দেখুন