রাজ্য বিভাগে ফিরে যান

SUCI-র ডাকা বনধে কোনও প্রভাব পড়ল না রাজ্যে

August 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার এসইউসির ডাকা ১২ ঘণ্টা বনধে তেমন প্রভাব পড়ল না। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় দোকানপাট সরকারি অফিস থেকে শুরু করে স্কুল কলেজ সবই চলেছে স্বাভাবিক ছন্দে।

বেহালা, গড়িয়া সহ কলকাতার বেশ কিছু এলাকায় সকাল থেকেই রাস্তায় নামেন এসইউসি কর্মীরা। পথ অবরোধ করতে চাওয়ায় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বাধে তাঁদের।

হাওড়া গ্রামীণ জেলাতেও বনধেন প্রভাব পড়েনি। বাগনান, উলুবেড়িয়া শহরে মিছিল করার পাশাপাশি প্রতীকী পথ অবরোধ করেন এসইউসি কর্মী-সমর্থকরা। বিকেলে উলুবেড়িয়া, গোরুহাটা মোড়, আমতা, শ্যামপুরে, রানিহাটিতে পথ অবরোধ করে বিজেপি। হাওড়া থেকে সব ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়েই। হাওড়া, সাঁতরাগাছি, শালিমার স্টেশনের বাইরেও বাস ও ট্যাক্সি পরিষেবা স্বাভাবিক ছিল। হুগলিতেও কার্যত বনধের কোনও প্রভাব পড়েনি।

বনগাঁ-শিয়ালদহ ও বনগাঁ-রানাঘাট শাখায় ট্রেন চলাচল ছিল স্বাভাবিক

TwitterFacebookWhatsAppEmailShare

#Strike, #Rg kar, #SUCI, #West Bengal

আরো দেখুন