মেয়ের ন্যায়বিচারের জন্য মুখ্যমন্ত্রীর মিছিল স্পর্শ করেছে তাদের হৃদয়, জানালেন নিহত চিকিৎসকের বাবা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কান্ডে কর্তব্যরত অবস্থায় খুন হন মহিলা চিকিৎসক। এই
স্পর্শকাতর ইস্যুতে বার বার সোশাল মিডিয়া উত্তাল হয়েছে, সঙ্গে ফেক অডিও ও ফেক খবরের ছড়াছড়ি। এরকম ধরনের কিছু প্রচার চলছে, যা নিয়ে বিরক্ত ও ক্ষুব্ধ নিহত চিকিৎসকের বাবা।
শুক্রবার নিজের বাড়ি থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। কাঁদতে কাঁদতে বললেন বললেন, “সোশাল মিডিয়ায় কিছু পোস্ট করা হচ্ছে। তাতে সত্যিই আমরা বিরক্ত।” তবে সিবিআই তদন্তের উপর ভরসা রাখলেন নিহত তরুণীর বাবা। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই বিষয়ে সুবিচারের জন্য অনেক কিছু করছেন বলে তাঁকে ধন্যবাদ জানান তিনি।
নিহত চিকিৎসকের বাবা আরও জানান মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত নিহত তরুণী চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ মিছিল স্পর্শ করেছে তাদের। এই প্রসঙ্গে উনি জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী প্রথমদিন থেকেই চেষ্টা করছিলেন। বিষয়টি উনি এখনও যে গুরুত্ব দিয়ে দেখছেন, সেটাও দেখতে পাচ্ছি।’