রাজ্য বিভাগে ফিরে যান

ধর্ষণের মতো ঘটনা রুখতে আরও কড়া পদক্ষেপের আবেদন জানিয়ে অমিত শাহকে চিঠি দিলেন সুখেন্দুশেখর রায়

August 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধর্ষণের মতো ঘটনা রুখতে আরও কড়া পদক্ষেপের আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের উপর নারকীয় অত্যাচারের খবর প্রকাশ্যে এসেছে। তার অনেকগুলোই বিজেপি শাসিত রাজ্যের ঘটনা। তবে এসব ঘটনার মধ্যে নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে যৌন নির্যাতনের পর খুনের বিষয়টি। এনিয়ে গোটা দেশেই তোলপাড় পড়ে গিয়েছে। বিশেষত চিকিৎসক মহল এর নিন্দায় সরব। প্রতিবাদে তাঁরা কর্মবিরতিও করেছেন। ঘটনায় সুবিচারের দাবিতে আগেই নিজের মতামত প্রকাশ করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ তথা অভিজ্ঞ রাজনীতিক সুখেন্দুশেখর রায়।

এবার তাঁর দাবি, দেশে নারীসুরক্ষায় কেন্দ্রকে আরও কঠোর হতে হবে। চিঠির প্রথমেই আরজি করের নৃশংস ঘটনার কথা উল্লেখ করেছেন সুখেন্দুশেখর। তারপরই তিনি লিখেছেন, “দেশজুড়েই আমাদের মা-বোনেরা এমন নৃশংসতার শিকার হন। এটাই সময় কঠোর কেন্দ্রীয় আইন আনার।” শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত বিল আনার আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amit shah, #sukhendu sekhar roy, #Rape

আরো দেখুন