← কলকাতা বিভাগে ফিরে যান
Weather Update: সপ্তাহের শেষে আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহেও রাজ্যে চলবে বৃষ্টি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে। যার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং মালদা জেলাতে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে।