ফুলিয়ে-ফাঁপিয়ে দেশের আর্থিক পরিস্থিতি ভাল দেখাতে মরিয়া কেন্দ্র?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের আর্থিক পরিস্থিতিকে ভাল প্রমাণ করতে মরিয়া এনডিএ সরকার। নতুন সংস্থা তৈরি সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে কর্পোরেট অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রক। তাদের দাবি, চলতি অর্থবর্ষে যে ক’টি নতুন কর্পোরেট সংস্থা বা কোম্পানি তৈরি হয়েছে, তা নাকি গতবারের নিরিখে প্রায় পাঁচ শতাংশ বেশি। এহেন প্রচারের বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েইছে। গত অর্থবর্ষে দেশে এক তৃতীয়াংশের বেশি সংস্থা কোনও ব্যবসা করেনি। তারা ‘অ্যাক্টিভ’ ছিল না।
কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত পয়লা এপ্রিল থেকে ৮ আগস্ট পর্যন্ত ভারতে ৯১,৫৭৮টি সংস্থার জন্ম হয়েছে। ২০২৩-২৪ সালের এই সময়ে সংখ্যাটা ছিল ৮৭, ৩৭৯টি। গত অর্থবর্ষের পূর্ণ সময়ে দেশে ১ লক্ষ ৮৫ হাজার সংস্থা শুরু হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা চলতে থাকলে চলতি অর্থবর্ষের মার্চে গিয়ে সংখ্যা ছাপিয়ে যেতে পারে।
কেন্দ্রীয় তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষে দেশে মোট কর্পোরেট সংস্থার সংখ্যা ছিল ২৬ লক্ষ ৬৩ হাজার। কেন্দ্রের হিসেব, ওই বিপুল সংখ্যক সংস্থার মধ্যে ৩৬ শতাংশ সক্রিয় নয়। তাদের রেজিস্ট্রেশন থাকলেও, ব্যবসা চালু নয়। কেন্দ্রের দাবিকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে খোদ কেন্দ্রের পরিসংখ্যান!