দেশ বিভাগে ফিরে যান

অবিলম্বে কাজে ফিরুন, চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ মধ্যপ্রদেশ হাইকোর্টের

August 19, 2024 | < 1 min read

গ্রামের স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্য সরকারের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কর্মবিরতি প্রত্যাহার করে আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। যার পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের করলেন জুনিয়র ডাক্তাররা।

চিকিৎসকদের ধর্মঘটকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন নরসিংহপুর জেলার অংশুল তিওয়ারি। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব সচদেভা এবং বিচারপতি রাজ মোহনের ডিভিশন বেঞ্চ শনিবার ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ দেয়। আরজি কর হাসপাতালে মহিলাকে চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে শনিবার ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দেন চিকিৎসকরা। শুক্রবারই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ), জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (জুডা)সহ একাধিক চিকিৎসক সংগঠনকে নোটিশও পাঠায় হাইকোর্ট। শুনানিতে রাজ্য সরকারের তরফে দেওয়া আশ্বাসের প্রেক্ষিতে, চিকিৎসক সংগঠনগুলিকে ধর্মঘট প্রত্যাহার করতে বলে হাইকোর্ট।

শনিবার বিকেলে জুডার পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের কথা জানানো হয়। ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের আইনজীবী মহেন্দ্র পাতেরিয়া কর্মবিরতি প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, কর্তব্যরত অবস্থায় কোনও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে সংশ্লিষ্ট হাসপাতাল সুপারকে ৬ ঘণ্টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সে’রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এইচএস রুপ্রাহ জানান, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে মধ্যপ্রদেশ সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Madhya Pradesh, #doctors, #Madhya Pradesh High court, #Strike

আরো দেখুন