রাজ্য বিভাগে ফিরে যান

অন্তঃসত্ত্বা হাতির পিঠে জলন্ত রড ঢুকিয়ে খুন, তোলপাড় গোটা দেশ

August 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঝাড়গ্রামে অন্তঃসত্ত্বা হাতির পিঠে ঢুকিয়ে দেওয়া হয় জলন্ত রড। ভিডিয়ো ভাইরাল হতেই তোলপাড় গোটা দেশ। ভিডিয়ো ভাইরাল হতেই এই নৃশংস অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলেখা মিত্র, তথাগত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় মিমি চক্রবর্তী সহ আরও অনেকে। এবার হাতির উপর নৃশংস অত্যাচারের ঘটনায় সরব হলেন বং গাই কিরণ দত্তের মতো ইউটিউবাররা। এদিন হাতি খুনের বিচার চেয়ে বিধাননগরের অরণ্য ভবনে পৌঁছে যান বং গাই।

বিগত কয়েক বছর ধরে ঝাড়গ্রাম এলাকায় হাতির তাণ্ডব চরম আকার ধারণ করেছে। মানুষের প্রাণহানি থেকে শুরু করে ফসলের ক্ষয়ক্ষতি, ঘর ভাঙচুর নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই গত ১৫ আগস্ট জ্বলন্ত লোহার শিক গেঁথে একটি গর্ভবতী হাতিকে মেরে ফেলা হয়। হাতির একটি দল গ্রামে ঢুকে একজনকে আছাড় দিয়ে মেরে ফেলে। এরপরই একটি গরম লৌহশলাকা হাতিটির শরীরে ফুঁড়ে দেওয়া হয়। গর্ভবতী হাতিটি মারা যেতেই প্রতিবাদে সোচ্চার হন ঝাড়গ্রামের মানুষ। অভিযোগ, সেদিন আহত গর্ভবতী হাতিটির শরীর থেকে লোহার ফলা বের করার কিংবা চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। গোটা রাত অসম্ভব যন্ত্রণায় চিৎকার করতে থাকে হাতিটি। স্থানীয়রা সেই আর্তনাদ ভুলতে পারছেন না।

এই প্রসঙ্গেই ফের উঠে এসেছে ময়ূরঝর্না এলিফ্যান্ট রিজার্ভ প্রকল্পের কথা। ২০০০ সালে কেন্দ্র সরকার এই প্রকল্প বাস্তবায়িত করলেও তৎকালীন রাজ্যে বাম সরকার এই প্রকল্পের বাস্তবায়ন করেনি। এই প্রকল্পের কয়েক হাজার কোটি টাকা কোথায় কী খাতে খরচ হয়েছে, তারও হিসেব মিলছে না বলে অভিযোগ। ঝাড়খণ্ড, ওড়িশা ও এই রাজ্যের বেলপাহাড়ী নিয়ে মোট প্রায় ৪১২ একর জায়গাজুড়ে প্রস্তাবিত ময়ূরঝর্না এলিফ্যান্ট রিজার্ভ তৈরি হলে এই দুর্ঘটনা হতো না বলেই মনে করছেন ঝাড়গ্রামবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pregnant Elephant, #JHARGRAM, #elephant

আরো দেখুন