রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি কাণ্ডে ধৃতের শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন

August 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরোক্ষে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করে কলকাতার তালতলা থানার পুলিশ। লেকটাউনের বাসিন্দা বছর তেইশের তরুণীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে থানা। দুপুরের মধ্যে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়ে যান তিনি।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ওই কলেজ ছাত্রী বার্তা দিয়েছিলেন, ‘ইন্দিরা গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়কেও কেউ উড়িয়ে দেয় তো…’। মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার বিষয়টি কলকাতা পুলিশের নজরে আনেন এক ব্যক্তি। তার ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তে নামে তালতলা থানা।

জানা গিয়েছে, তিনটি বার্তা দিয়েছিলেন ওই তরুণী। দু’টি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তৃতীয়টি ধর্ষিতা চিকিৎসকের পরিচয় সংক্রান্ত। কলেজ ছাত্রীর বার্তায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লোক খেপানোর মতো রসদ খুঁজে পেয়েছেন গোয়েন্দারা। তাদের দাবি, ‘ওই বার্তায় কার্যত জনতাকে মুখ্যমন্ত্রীকে খুনের জন্য প্ররোচিত করা হয়েছিল। পাশাপাশি তাঁকে ক্ষমতা থেকে উৎখাতের ডাক দেওয়া হয়।’ রাত দখলের লড়াই, টানা বিক্ষোভ সমাবেশ এবং আর জি করে ভাঙচুর নিয়ে তপ্ত কলকাতা। এই আবহে খোদ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকি আলাদা মাত্রা যোগ করেছে। তৃণমূল শিবিরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী ক্ষমতা থেকে সরে গেলেই কি রাজ্যে খুন-ধর্ষণের মতো অপরাধ বন্ধ হয়ে যাবে?

ই কলেজ ছাত্রী আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় নিহত চিকিৎসকের পরিচয় ফাঁস করেছেন বলে অভিযোগ। আইন অনুসারে যা অপরাধ। সুপ্রিম কোর্টের নির্দেশিকা বলা রয়েছে, কোনও অবস্থাতে ধর্ষিতার পরিচয় প্রকাশ্যে আনা যায় না। দুপুরে ধৃত তরুণীকে হাজির করানো হয় ব্যাঙ্কশাল আদালতে। বিচারক শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। আদালত বলেছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে অভিযুক্তকে। তলব করা হলে হাজিরাও দিতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Kolkata Police, #death threat, #Interim bail, #taltala thana

আরো দেখুন