পুজো বন্ধে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির চেষ্টা? বাঙালির আবেগ রক্ষার আহ্বান ফোরাম ফর দুর্গাপুজোর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডের প্রতিবাদ মুখর সকলে। সুবিচারের দাবিতে রাজপথে নেমেছে মানুষ। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ দাবি, দুর্গাপুজো বন্ধ হোক। এবার ফোরাম ফর দুর্গাপুজো, বাঙালির আবেগের সঙ্গে এই ঘটনাকে না জড়ানোর আবেদন করেছে।
বাঙালির দুর্গাপুজো আসন্ন। কেউ কেউ লিখছেন, ‘মহিলাদের সম্মান নেই, সেখানে মায়ের পুজো করে কী লাভ?’ কোথাও কোথাও লেখা, ‘যতক্ষণ না বিচার হবে ততক্ষণ দুর্গা পুজোর দরকার নেই।’ অনেকে আবার এর বিরুদ্ধেও রয়েছেন। ফোরাম ফর দুর্গাপুজো একটি নোটিশ জারি করেছে। লেখা হয়েছে, ‘আরজি করের ঘটনায় আমরা শোকাহত। তবে অনুরোধ দুর্গাপুজোকে নিজস্ব ধারায় বইতে দিন। নিন্দনীয় এই ঘটনার সঙ্গে বাঙালির আবেগকে জড়িয়ে দেবেন না।’
দুর্গাপুজো শুধু আবেগ নয়, পুজো ঘিরে রয়েছে প্রচুর মানুষের রুজি-রুটি। বিভিন্ন ছোট ব্যবসায়ীরা বছরের এই চারদিনের জন্য অপেক্ষা করে থাকেন। গ্রাম-বাংলা থেকে প্রচুর মানুষ শহরে আসেন রুজির টানে। ব্যবসার অন্যতম মাধ্যম এই পুজো। ফলে পুজো ও প্রতিবাদকে আলাদা রাখার আহ্বান জানাচ্ছে ফোরাম ফর দুর্গাপুজো।