রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার নগরোন্নয়ন খাতের ২,১৬৭ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র

August 20, 2024 | < 1 min read

বাংলার নগরোন্নয়ন খাতের ২,১৬৭ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে বাংলাকে বঞ্চনা করা শুরু হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। একদিকে গ্রামীণ এলাকার উন্নয়নের টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। অপরদিকে বাংলার নগরোন্নয়ন খাতে ২,১৬৭ কোটি টাকাও আটকে রেখে দেওয়া হয়েছে। ফলে ফের বাংলাকে বঞ্চিত করার অভিযোগ উঠল মোদী সরকারের বিরুদ্ধে।

১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো এক্ষেত্রেও একই পরিণতির আশঙ্কা দেখছে রাজ্য। এ বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘কেন্দ্রের এই স্বৈরাচারী মনোভাব দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কেন্দ্র রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায়। অথচ, সমস্ত হিসাব দেওয়া সত্ত্বেও বিরোধী রাজ্যগুলির, বিশেষত বাংলার টাকা অকারণে আটকে রাখা হয়। নিত্যনতুন ফিকির তুলে রাজ্যের টাকা আটকে রাখা হচ্ছে।’
সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষের এই খাতের টাকা চেয়ে গত ৫ এবং ১০ জুলাই কেন্দ্রকে চিঠি দিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। এই অর্থবর্ষের মোট ১৪৪৫ কোটি টাকা বকেয়াও দ্রুত ছাড়ার কথা বলা হয়েছে। দু’টি চিঠিতেই বিগত বছরগুলিতে পুরসভার মাধ্যমে এই খাতে টাকার খরচের সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে। কিন্তু, টাকা ছাড়া তো দূরের কথা, পাল্টা চিঠি দিয়ে নতুন করে খরচ সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাব ও ব্যাখ্যা চাওয়া হয়েছে। সব মিলিয়ে বকেয়া টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল বলে জানাচ্ছেন পদস্থ কর্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#dues, #modi govt, #rural development, #West Bengal, #Bengal

আরো দেখুন