..." />
বিনোদন বিভাগে ফিরে যান

প্রয়াত ‘চোখ’ ছবির জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী

August 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত ‘চোখ’ ছবির জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত  পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার সন্ধ্যায় নিজের দক্ষিণ কলকাতার   রানীকুঠির সরকারি আবাসনে পরিচালক শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর। বয়স হয়েছিল ৭৮ বছর। 

আটের দশকে ‘চোখ’, ‘ময়নাতদন্ত’, ‘দেবশিশু’র মতো চলচ্চিত্রের পরিচালনা করেছিলেন তিনি। ৭৬ বছর বয়সী এই গুণী পরিচালক শতরূপা সান্যালের প্রাক্তন স্বামী এবং অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা। যদিও পরিচালক উৎপলেন্দুর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কোনও যোগাযোগ ছিল না।

গত এপ্রিলে নিজ বাসভবনে পড়ে গিয়ে কোমর ও ডান পায়ে আঘাত পান তিনি। ভেঙে গিয়েছিল হাড়। জানা গিয়েছে, উৎপলেন্দু বাবুর প্রস্টেটের সমস্যা ছিল। ক্যাথিটার খোলার পর বাড়িতে হাঁটার চেষ্টা করার সময়ই এই দুর্ঘটনা ঘটেছিল। পরে এই জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের স্মৃতিভ্রমও হয়েছিল।

প্রথমে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার। মে মাসের প্রথম দিকে বাড়ি ফেরেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন ৭৬ বছর বয়সী এই পরিচালক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Utpalendu Chakrabarty, #Passed away, #Bengali director

আরো দেখুন