মালগাড়ির গার্ডের তৎপরতায় দুর্ঘটনা এড়ালো রাজধানী এক্সপ্রেস
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফের ঘটনাস্থল সেই নিউ জলপাইগুড়ি। একই লাইনে দুটি ট্রেন যদিও ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গিয়েছে মালগাড়ির গার্ডের তৎপরতায়। একাটানা লাল পতাকা নেড়ে চালকের দৃষ্টি আকর্ষণ করায় থেমে যায় দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস।
এনজেপি ছেড়ে আমবাড়ি-ফালাকাটা স্টেশনের দিকে অয়েল ট্যাঙ্কার নিয়ে একটি মালগাড়ি যাচ্ছিল। পিছনে ছিল ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। রেল পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে বেলা সাড়ে ১২টা সাহুডাঙি রেল ব্রিজের কাছে মালগাড়িটি দাঁড়িয়ে যায়। তার পিছনেই ধেয়ে আসছিল রাজধানী। ওই সময় ট্র্যাকের ১০০-১৫০ মিটার আগে ছিল মালগাড়িটি। রাজধানী এক্সপ্রেসের যাত্রী দীপক আরোরা, সেনা আধিকারিক মণীশ ঝা বলেন, ‘হঠাৎ প্রবল ঝাঁকুনি দিয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়ে। আতঙ্কে নেমে দেখি সামনে তেলের ট্যাঙ্কারবাহী একটি মালগাড়ি দাঁড়িয়ে। তার গার্ড লাল পতাকা নেড়েই চলেছেন। সেই পতাকা দেখেই হয়তো আমাদের ট্রেনের চালক সময়মতো ট্রেন থামাতে পেরেছেন। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত।’
’ উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘অটো সিগন্যাল ব্যবস্থায় একই লাইনে দু’টি ট্রেন চলাটা অস্বাভাবিক নয়। দু’টি ট্রেন নির্দিষ্ট গতি এবং দূরত্ব বজায় রেখে চলে। এদিন হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় মালগাড়িটি থেমে যায়। অটো সিগন্যালিং ব্যবস্থার কারণেই নিরাপদ দূরত্বে রাজধানী দাঁড়িয়ে যায়। এই ঘটনায় কোনও গাফিলতি, সিগন্যাল বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটির বিষয় নেই। অন্য ইঞ্জিন এনে মালগাড়িকে সরিয়ে দেড় ঘণ্টা পর রাজধানী এক্সপ্রেসকে যাত্রা করানো হয়।’
উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিপিআরও বলেন, ‘সব ঘটনাই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত হবে।’