রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্র্রেসের সাংসদ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার দিল্লিতে বসে বাংলা ও মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি রাজ্যপালের উদ্দেশ্যে বলেন, ‘আপনার আজকের ভিডিওটি আপনার উচ্চ সাংবিধানিক পদকে অসম্মান করেছে। আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ সমর্থন করি। এটা ইতিবাচক। কিন্তু স্যার, আপনার মতো কেউ, এই বিষয়ে ভিডিও স্টেটমেন্ট করছেন! আপনি নিজেও রাজভবনে (যেখানে আপনি থাকেন) একজন মহিলা কর্মীর কর্মস্থলে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেননি। আপনি নিজেকে প্রশ্ন করুন- এই বিষয়ে কথা বলার নৈতিক অধিকার কি আমার আছে?’
মঙ্গলবার রাজভবনে মোবাইল কন্ট্রোল রুম খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে প্রথম ফোন করলেন তিনি আরজি কর হাসপাতালের নির্যাতিতার বাবাকে। তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল। মৃতার বাড়িতে আসতে চান বলে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ, মঙ্গলবার নির্যাতিতার বাড়িতে ফোন করেন রাজ্যপাল। এই প্রসঙ্গে ডেরেক বলেন, ‘স্যার, আপনি আজ নির্যাতিতার বাবার সাথে টেলিফোনে কথা বলেছিলেন। তা আপনি রেকর্ড করেছিলেন এবং প্রচার করেছিলেন। এটা রুচিহীন এবং অনৈতিক কাজ। দয়া করে আপনি এই উচ্চ পদে বসে একটি মর্মান্তিক ঘটনাকে নিজের আত্মপ্রচারের জন্য ব্যবহার করবেন না।’