মহিলাদের নিরাপত্তায় নতুন হেল্পলাইন চালুর পরিকল্পনা বারাকপুর পুলিস কমিশনারেটের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহিলাদের নিরাপত্তায় নতুন হেল্পলাইন চালুর পরিকল্পনা নিয়েছে বারাকপুর পুলিস কমিশনারেট। বর্তমানে যেমন ১০০ বা ১০১ নম্বর রয়েছে ঠিক তেমনই একটি টোল ফ্রি নম্বর দেবে পুলিস।
এই কমিশনারেটের ২৫টি থানা এলাকার যে কোন জায়গা থেকে মহিলা সংক্রান্ত অপরাধের কথা জানিয়ে সে নম্বরে ফোন করতে পারবেন নাগরিকরা। তারপর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে পুলিস। এর পাশাপাশি তৈরি হচ্ছে অ্যান্টি রোমিও স্কোয়াড। স্কুল বা কলেজের মেয়েদের হয়রানি আটকাতে কাজ করবে ওই স্কোয়াড। প্রত্যেক থানা এলাকার যেসব জায়গায় এই ধরনের ঘটনা ঘটে, সেই জায়গাগুলিকে স্পর্শকাতর বলে চিহ্নিত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিটি থানায় উইমেন্স হেল্প ডেস্ককে আরও শক্তিশালী করা হবে।
ইতিমধ্যে প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালু হয়েছে। সেখানে আরও মহিলা পুলিসকর্মী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও মহিলা অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ গাফিলতি করেন, সংশ্লিষ্ট পুলিস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।