রাজ্য বিভাগে ফিরে যান

ভিন রাজ্যে আলু রপ্তানিতে ছাড়, নবান্নের বৈঠকে মিলল সমাধানসূত্র?

August 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভিন রাজ্যগুলিতে আলু রপ্তানি নিয়ে জটিলতার জেরে কর্মবিরতিতে নেমেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বাংলায় আলুর জোগান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যা নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব বিপি গোপালিকা। টাস্ক ফোর্স ও আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা বৈঠকে ছিলেন। নবান্নের বৈঠক চলাকালীন, সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে আলু রপ্তানি নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।

আলু ব্যবসায়ীদের অভিযোগ, ভিনরাজ্যে ট্রাকে করে আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে তাঁদের। গত ২০ জুলাই রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ৫ দিন চলে কর্মবিরতি। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদাররা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেন। কর্মবিরতি উঠলেও আলু রপ্তানির জটিলতা কাটেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের। সোমবার থেকে ফের কর্মবিরতিতে নামে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।

মঙ্গলবার নবান্নে বৈঠক ডাকেন মুখ্যসচিব। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, প্রত্যেক জেলার জেলাশাসক, টাস্ক ফোর্স এবং আলু ব্যবসায়ীরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরুর পরই উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে ব্যবসায়ীদের আলু রপ্তানিতে ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী। রপ্তানি অনুমতি দিলেও আলুর দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন তিনি। সূত্রে খবর, এক সপ্তাহ নজরদারি চালানোর পর ফের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #potatoes, #Potato

আরো দেখুন