রাজ্য বিভাগে ফিরে যান

সুপ্রিম কোর্ট বলার পরেও ডাক্তারবাবুরা আন্দোলন তুলছেন না কেন? প্রশ্ন অসহায় রোগীদের

August 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। অসহায়, প্রান্তিক মানুষদের প্রশ্ন, ‘সুপ্রিম কোর্ট বলার পরেও ডাক্তারবাবুরা আন্দোলন তুলছেন না কেন? ওঁদের কি সুপ্রিম কোর্টেও আস্থা নেই? এভাবে চলতে থাকলে আমরা আর কোথায় যাব?’

হাড় ভাঙা রোগীরা হাসপাতালে ভর্তি, হচ্ছে না অপারেশন। বসছে প্লেট। ক্যান্সারের রোগীরা অবধি চিকিৎসা পাচ্ছেন না। তাঁদের বক্তব্য, ‘আবার কাল আসতে হবে। শুধু শুধু খরচ হচ্ছে। এখনই এই আন্দোলন বন্ধ হওয়া দরকার।’

রোগীদের পরিবারের সাফ কথা, “আমাদের মতো গরিবদের তো নার্সিংহোম বা অন্য কোথাও যাওয়ার উপায় নেই। একটাই কথা জানতে চাই, এই আন্দোলন আর কতদিন চলবে? আমাদের অবস্থা তো শোচনীয় হয়ে উঠছে।’ কলকাতার অন্যতম তিন সরকারি হাসপাতালের এহেন ছবি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। বুধবার দিনভর অসন্তোষ ব্যক্ত করেছেন আত্মীয়-পরিজনদের নিয়ে হাসপাতালে ছুটে আসা বহু অসহায় মানুষ। দেশের প্রধান বিচারপতির আবেদন সত্ত্বেও ডাক্তারবাবুরা গরিব মানুষের কথা না ভেবে কেন কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন? জোরালো হয়েছে সেই প্রশ্ন। রোগীদের আরও মত, সবাই ওই জঘন্য ঘটনার দোষীদের চরম শাস্তি চাই। এ ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। কিন্তু ডাক্তারবাবুরা এভাবে দিনের পর দিন আন্দোলনে ব্যস্ত থাকলে তো মৃত্যুমিছিল শুরু হবে। এবার অন্তত সব কিছু স্বাভাবিক হওয়া দরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#patients, #doctors, #Supreme Court of India, #doctors strike, #Doctors protest, #supreme court

আরো দেখুন