← কলকাতা বিভাগে ফিরে যান
আলোর শহর ডুবল আঁধারে, প্রয়াত আলোকশিল্পের জাদুকর বাবু পাল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন আলোকশিল্পের জাদুকর বাবু পাল। মঙ্গলবার রাতে চন্দননগরে খবর আসতেই সকলের মন খারাপ। গত তিনবছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি, বয়স হয়েছিল ৬৪ বছর। তাঁর মৃত্যুতে মেয়র রাম চক্রবর্তী বলেন, চন্দননগর এক সম্পদকে হারাল।
আলোক শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন বাবু পাল। চীন তাঁকে ডেকে নিয়ে গিয়েছিল। প্রথাগত আলোকশিক্ষা ছাড়াই, মেধায় এক সাধারণ যুবক থেকে আলোকশিল্পের ‘জাদুকর’ হয়ে উঠেছিলেন তিনি। ২০১৮ সালে জিম্বাবোয়ে থেকে ডাক এসেছিল তাঁর। রাজধানী হারারের একটি পার্ককে আলোকসজ্জায় সাজিয়ে তুলছিলেন চন্দননগরের এই সন্তান। অমিতাভ বচ্চনের বাড়ি আলোকমালায় সাজানো থেকে দুবাইয়ের আলো উৎসবে যাওয়া, ফি বছর দেশ থেকে রাজ্যের একাধিক বিগবাজেটের পুজোয় নতুন আলোকসম্ভারে চমকে দিতেন তিনি।