দেশ বিভাগে ফিরে যান

কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন দিল্লি এইমসের চিকিৎসকরা

August 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কর্মবিরতি চলবে। সুপ্রিম নির্দেশের পরেও নিজেদের অবস্থানে অনড় আরজি কর হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

অন্যদিকে সুপ্রিম কোর্টের বার্তা স্পষ্ট হতেই ১১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন দিল্লি এইমসের চিকিৎসকরা। তালিকায় রয়েছে রামমনোহর লোহিয়া, লোকনায়ক (এলএনজেপি) হাসপাতাল, মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, লেডি হার্ডিঞ্জ, জিটিবি হাসপাতাল।

এইমস একদিকে জানাল, দেশ ও মানুষের পরিষেবার স্বার্থে কাজে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন ডাক্তাররা। আর কলকাতার আন্দোলনকারীরা সাফ জানালেন, ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সব অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। অর্থাৎ, ভোগান্তি চলবে। রোগীর পরিবারের প্রশ্ন, ‘আর কতদিন? সিবিআই যদি ছ’মাস পার করে দেয়, তাহলেও?’ সেই উত্তর অবশ্য আন্দোলনের ভরকেন্দ্র থেকে উঠে আসেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#AIIMS, #doctors, #delhi

আরো দেখুন