দেশ বিভাগে ফিরে যান

বিক্ষোভরত ডাক্তারদের কাজে যোগ দিতে বলল সুপ্রিম কোর্ট

August 23, 2024 | < 1 min read

আর জি কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়েই মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এদিন ছিল দ্বিতীয় শুনানি। সেই পর্বেই আর জি কর হাসপাতালে বিক্ষোভরত মহিলা চিকিৎসকদের একাংশকে হুমকি দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন এক আইনজীবী। তা শুনেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘কারা হুমকি দিচ্ছে, আমাদের লিখে জানান। এদিনের নির্দেশের পরেও যদি এ জাতীয় কোনও অভিযোগ থাকে, তাহলে পরের দিনের শুনানিতে বলবেন। আগামী ৫ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে।’

এই প্রসঙ্গেই দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রসঙ্গ তোলা হয়। প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন, ‘কতদিন ধরে আপনারা প্রতিবাদ বিক্ষোভ করছেন?’ জবাব আসে, ঘটনার দিন থেকে। এরপরই প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানান, তাহলে ১৩ দিন ধরে এইমসের ডাক্তাররা কাজ করছেন না। দয়া করে কাজে যোগ দিন। বিক্ষোভরত ডাক্তাররা কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেবে না কর্তৃপক্ষ। এটা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু যদি তাঁরা ডিউটিতে না ফেরেন, তাহলে আইন আইনের পথে চলবে। একইসঙ্গে সর্বোচ্চ আদালতের নির্দেশ, আর জি করের ঘটনার প্রতিবাদে ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভে বাধা নেই। রাজ্য সরকার বা পুলিস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। আইন মোতাবেক বিধি মেনে বিক্ষোভ করা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#work, #job, #doctors, #Supreme Court of India, #Rg kar

আরো দেখুন