রাজ্য বিভাগে ফিরে যান

‘কবে উঠবে আন্দোলন?’ এখন একটাই প্রশ্ন হাসপাতালে আসা মানুষদের

August 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপ্রিম কোর্টের অনুরোধ সত্ত্বেও অনড় জুনিয়র পড়ুয়ারা। এদিনে এসএসকেএম হাসপাতালে ওপিডির লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষের মুখে মুখে শুধু একটাই কথা, ‘কবে উঠবে আন্দোলন?’ আবার কাউকে বলতে শোনা গেল, ‘সুপ্রিম কোর্টের বার্তাই শুনছে না। আমাদের কথা শুনতে যাবে কেন?’

পরিষেবা পাওয়া যাচ্ছে। হাওড়ার পাঁচলা থেকে এসেছিলেন রীতা মণ্ডল। পায়ে ব্যথা। অর্থোপেডিক ওপিডিতে ডাক্তার দেখাতে এসেছিলেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বলছিলেন, ‘এখানে দাঁড়িয়েই ব্যথা আরও বেড়ে গেল। শুনছি তো ভিতরে কোনও ডাক্তারই নেই।’ খবর হল, এদিন অর্থোপেডিকে তিনজন সিনিয়র চিকিত্সক ছিল। তাঁরাও সকাল ১০টার পর এসেছেন। তাই এতখানি লাইন পড়ে গিয়েছে। কী মনে হচ্ছে এবার কি আন্দোলন উঠিয়ে দেওয়া দরকার? রোগী নিয়ে আসা এক পরিজন বলছিলেন, ‘আমরা তো এত কথা বুঝি না। আমরা গরিব মানুষ। আমাদের চিকিত্সার জন্য সরকারি হাসপাতালেই আসতে হয়। খবরে শুনছি, সুপ্রিম কোর্ট বলেছে আন্দোলন তুলে নিতে। তারপরেও তো ওঁরা আন্দোলন করছেন। আমরা কী চাই না চাই, সেটা কি ওঁরা শুনবেন?’

TwitterFacebookWhatsAppEmailShare

#hospital, #RG Kar Incident, #doctors strike, #RG Kar Protest, #patients

আরো দেখুন