রাজ্য বিভাগে ফিরে যান

নাবালিকা বিয়ে আটকাতে অভিযোগ বাক্স চালু করল রাজ্যপুলিস

August 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নাবালিকা বিয়ে আটকাতে পুলিসের হাতিয়ার ‘স্বয়ংসিদ্ধা’। পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিদিন কোনও না কোনও স্কুলে বয়ঃসন্ধিকালীন ছাত্রীদের নিয়ে সেমিনার করছেন পুলিস অফিসাররা। সেখানে নাবালিকা বিয়ের খারাপ দিক তুলে ধরা হচ্ছে। এধরনের ঘটনায় কীভাবে ভবিষ্যৎ জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা ছাত্রীদের সামনে তুলে ধরা হচ্ছে। পুলিসের উদ্যোগে স্কুলে বসছে ‘মনের কথা অভিযোগ বাক্স’। এখানে বয়ঃসন্ধিকালীন ছাত্রছাত্রীরা যে কোনও মনের কথা এবার অনায়াসে অভিযোগ বাক্সে জমা করতে পারবে।

পূর্ব মেদিনীপুরে প্রতিনিয়ত নাবালিকা বিয়ের হার বাড়ছে। প্রতিদিনই এই জেলায় ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। থানায় প্রচুর অভিযোগ দায়ের হচ্ছে। তা জেলা প্রশাসন ও পুলিসের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। এসংক্রান্ত প্রচুর অভিযোগ আসায় পুলিসের উপর চাপও বাড়ছে। এই অবস্থায় নাবালিকা বিয়ে ও পালানোর মতো ঘটনা রুখতে স্বয়ংসিদ্ধা কর্মসূচি নিয়েছে জেলা পুলিস। সপ্তাহে প্রতিটি থানা অন্তত একটি করে স্কুলে এই কর্মসূচি নিচ্ছে। বয়ঃসন্ধিকালীন ছাত্রীদের মুখোমুখি হচ্ছেন পুলিস অফিসাররা। সেখানে মহিলা পুলিস অফিসাররা থাকছেন। নাবালিকা বিয়ের খারাপ দিক তুলে ধরা হচ্ছে। সংশ্লিষ্ট স্কুলে শিক্ষক-শিক্ষিকারাও ওই সেমিনারে অংশ নিচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#underage marriages, #West Bengal, #State police, #complaint

আরো দেখুন