খেলা বিভাগে ফিরে যান

বিলেতে পাঁচ টেস্টের সিরিজ রোহিতদের, ২০০৭-র পর ব্রিটিশের মাটিতে জয় আসবে?

August 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ২০২৫ সালে। আরও একটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আংশিক সূচি প্রকাশ্যে এল, যা ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত চলবে। এ পর্বে ভারত ইংল্যান্ড সফরে যাবে। পাঁচটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ হবে লিডসে, ২০-২৪ জুন। বার্মিংহামে দ্বিতীয় টেস্ট, ২-৬ জুলাই। তৃতীয় টেস্টটি হবে লর্ডসে, ১০-১৪ জুলাই। ম্যাঞ্চেস্টারে ২৩-২৭ জুলাই চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। সিরিজের শেষ ম্যাচটি ওভালে, ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত।

২০০৭ সালের পর বিলেতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। ২০২১-২২ মরশুমে বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষরক্ষা হয়নি। ২-২ ব্যবধানে সিরিজ শেষ হয়েছিল। এখন আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিটেই পাখির চোখ সকলের। ফাইনাল হবে ইংল্যান্ডে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tests, #England, #Team India

আরো দেখুন