দেগঙ্গার চাকলায় জন্মাষ্টমীর ভিড় সামাল দিতে তৎপর প্রশাসন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতি বছর জন্মাষ্টমীর দিন দেগঙ্গার চাকলা মন্দিরে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে তৎপরতা শুরু করল প্রশাসন। বৃহস্পতিবার ভক্তদের নিরাপত্তা, গাড়ি পার্ক ইত্যাদি বিষয়ে দেগঙ্গার চাকলা মন্দির কমিটির সঙ্গে বৈঠক হয়। জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গী, মহকুমা শাসক সোমা দাস, বিধায়ক রহিমা মণ্ডল প্রমুখেরা উপস্থিত ছিলেন বৈঠকে।
যশোর রোড ধরে বিড়া-বদর হয়ে চাকলা লোকনাথ মন্দিরে যান পুণ্যার্থীরা। বেড়াচাঁপার টাকি রোড ধরে মাটিকুমড়া হয়েও আসেন অনেকে। রবিবার থেকে লক্ষ লক্ষ ভক্ত আসা শুরু হবে। কলকাতার বাগবাজারে গঙ্গার ঘাট, বারাকপুরের মণিরামপুর, দাসপুর ঘাট, ত্রিবেণীর সপ্তর্ষি ঘাট, নৈহাটি ও বসিরহাটের ঘাট থেকে স্নান সেরে ভক্তরা পায়ে হেঁটে চাকলা মন্দিরে আসেন। দু’দিন যশোর রোড ও টাকি রোডে যানজট সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিসকে।
খবর মিলছে, এবার প্রবেশ ও প্রস্থানের জন্য তিনটি গেট থাকছে। ভিতরে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। একাধিক জায়গায় বসবে মেটাল ডিটেক্টর। চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে এই দু’দিন মন্দির চত্বরে ও বাইরে পুলিশ মোতায়েন থাকবে। কোনও সমস্যা দেখা দিলেই পৌঁছবে পুলিশ।