কলকাতা বিভাগে ফিরে যান

অভিনেত্রীর গাড়িতে হামলার অভিযোগে গ্রেপ্তার সেনা অফিসার, পরে অন্তর্বর্তী জামিন দেয় আদালত

August 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডের আবহেই ফের কলকাতার রাস্তায় এক অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হওয়ার অভিযোগ এক বাইক আরোহীর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা ৭টার পর সাদার্ন অ্যাভিনিউ সংলগ্ন লেক অ্যাভিনিউয়ে ঘটনাটি ঘটে। অভিনেত্রীর দাবি, বাইকচালকের দোষেই তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল বাইকের। তখন যুবক পায়েলকে গাড়ি থেকে নেমে আসতে বলেন। তিনি নিরাপত্তার কারণে রাজি হননি। কাচ নামিয়ে কথা বলার সময় ওই যুবক আক্রমণ করে। তাঁর গাড়ির কাচ ভেঙে দেয় বলে অভিনেত্রীর অভিযোগ। তিনি বলেন, কাচ তাঁর সারা শরীরে ছড়িয়ে পড়ে।

পুলিস জানিয়েছে, ওই ব্যক্তি সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার। কমান্ড হাসপাতালে নিযুক্ত ওই ব্যক্তি তামিলনাড়ুর বাসিন্দা। তাঁর বিরুদ্ধে শ্লীললতাহানি সহ একাধিক ধারা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের বক্তব্য, অভিনেত্রীর গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। অভিনেত্রীকে দাঁড়াতে বলা হলেও দাঁড়াননি। কাচও নামাননি। নামতে বলা হলেও তিনি নামেননি। তাই তিনি রাগে ঘুসি মেরে কাচ ভেঙে দিয়েছেন। জানা গিয়েছে, এই অভিনেত্রী দক্ষিণ ভারতে খুবই পরিচিত মুখ।

ভাঙচুরের ঘটনায় শুক্রবারই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বাইক আরোহীকে। শনিবার আলিপুর আদালতে তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Attack, #Payel Mukherjee

আরো দেখুন