দেশ বিভাগে ফিরে যান

দক্ষিণ-পূর্ব ডিভিশনে সবধরনের ট্রেন মাসের পর মাস চলছে লেটে, যাত্রী ক্ষোভ বাড়ছে

August 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ-পূর্ব রেলে লোকাল, স্বল্প দূরত্ব কিংবা দূরপাল্লা—সবধরনের ট্রেন মাসের পর মাস লেটে চলছে। এনিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কয়েক মাস আগে চড়া দামে টিকিট কেটেও ট্রেন যাত্রায় নিশ্চয়তা মিলছে না। শুধুমাত্র শুক্রবারই ভিন রাজ্যগামী আটটি ট্রেন সময়ে ছাড়েনি। ১২ থেকে ১৪ ঘণ্টা স্টেশনে বসে থাকতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। অসুস্থতা কিংবা জরুরি কাজে বাংলার বাইরে যাওয়া আম জনতার অসন্তোষ ক্রমেই বাড়ছে।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ বলেন, বিভিন্ন কারণে ট্রেন লেট হচ্ছে। বাংলা থেকে যাত্রী বোঝাই ট্রেন গন্তব্যে পৌঁছনোর পর, সংশ্লিষ্ট রেল জোনে সেই রেক পরীক্ষা করা হয়। বিধি মেনে সমস্ত শর্ত পূরণে ব্যর্থ হলে লিঙ্ক রেক ফের এখানে আসতে দেরি হয়। পাশাপাশি পরিচালনগত কিছু সমস্যার জেরে ট্রেন লেট হচ্ছে। তবে কবে এই সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, তা নিশ্চিত করে বলতে পারেননি ওমপ্রকাশ চরণ।

TwitterFacebookWhatsAppEmailShare

#train, #Train late

আরো দেখুন