জন্মাষ্টমী থেকেই শুরু বেলুড় মঠের দুর্গোৎসব, সোমবার রীতিমেনে কাঠামো পুজো
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোরগোড়ায় দুগ্গা পুজো। দিকে দিকে চলছে জোর কদমে প্রস্তুতি। থিম, প্যান্ডেল, প্রতিমা নিয়ে ভাবনাচিন্তা ও প্রস্তুতি একেবারে তুঙ্গে। রামকৃষ্ণ মঠ ও মিশনে, বেলুড়ে জন্মাষ্টমীর দিন থেকেই দুর্গোৎসবের সূচনা হয়। রীতি মেনে কৃষ্ণের জন্ম দিনেই কাঠামো ও খুঁটি পুজো হয়। এবছর আগামী সোমবার, ২৬ আগস্ট বেলুড়ে শারদোৎসবের সূচনা হবে।
বেলুড় মঠের দুর্গাপুজোর জগৎজোড়া খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। পুজোর চারটি দিন পুজো দেখতে ভিড় জমান বহু ভক্ত। কুমারী পুজোয় উপচে পড়ে ভিড়। ২০২০ সাল থেকে নিজস্ব ওয়েবসাইটে বেলুড় মঠের পুজোর লাইভ স্ট্রিমিং শুরু হয়। লাইভ স্ট্রিমিংয়ে বেলুড়ের দুর্গাপুজো দেখার সুযোগ পান সকলে।
তিথি মেনে জন্মাষ্টমীর দিন বেলুড়ে প্রথমে দেবীর কাঠামো পুজো হয়। তারপর সেই ফুল এনে খুঁটিপুজো করা হয়। তারপর কাঠামোয় মাটির প্রলেপ পড়ে। একেবারে প্রথম থেকে নিয়ম মেনে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয়। কাঠামোটি এখানে স্থায়ী। প্রতি বছর দশমীতে দেবী বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয়। তাতেই প্রতি বছর মাটি লেপা হয়। এবছর ২৬ আগস্ট, সোমবার বেলুড়ে দেবী দুর্গার কাঠামো ও খুঁটি পুজো হবে।