রাজ্য বিভাগে ফিরে যান

ছাত্র সমাজের নামে ডাকা ‘অরাজনৈতিক’ নবান্ন অভিযানকে ঘিরে দ্বিধাবিভক্ত BJP?

August 25, 2024 | 2 min read

ছাত্র সমাজের নামে ডাকা ‘অরাজনৈতিক’ নবান্ন অভিযানকে ঘিরে দ্বিধাবিভক্ত BJP? গ্রাফিক্স: মোঃ রবিউল ইসলাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ছাত্র সমাজের নামে ডাকা রাজনৈতিক পতাকা ছাড়া নবান্ন অভিযান নিয়ে দু-ভাগে ভাগ হয়ে গিয়েছে বিজেপি। আরজি কর ইস্যুতে আগামী ২৭ আগস্ট ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান ডাকা হয়েছে। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায়, নবান্ন অভিযানের নেপথ্যে নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন। শুভেন্দু চান পতাকা ছাড়া বিজেপির লোকজন ওই অভিযানে অংশ নিক। নিজেও থাকবেন বলে জানিয়েছেন। নিজের অনুগামী বিজেপি কর্মী ও সমর্থকদের ওইদিন পথে নামাতে চাইছেন শুভেন্দু। দলীয় পতাকা ছাড়া মিছিলে শামিল হতে নারাজ খোদ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর কথায়, অরাজনৈতিক মিছিলে রাজনৈতিক লোকেদের একটু দূরে থাকাই উচিত। মিছিলে যাবেন কি না ঠিক করেননি বলেই জানান তিনি।

সুকান্ত গোষ্ঠীর বক্তব্য, ওই আন্দোলন বিজেপির নয়। তাই কারও যোগদানের প্রশ্ন নেই। ‘রংহীন’ নবান্ন অভিযানে সরাসরি গেরুয়া রঙ লাগাতে নারাজ সুকান্ত শিবির। শুভেন্দু বিরোধী বিজেপি শিবিরের যুক্তি, আরজি কর ইস্যুতে যা আন্দোলন হবে, দলের ব্যানারে হবে। শুভেন্দু বারবার ‘পতাকাহীন’ আন্দোলনের কথা বলছেন, তাতে সায় নেই বিজেপির একটা বড় অংশের।

বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব‌্যানারে ছদ্মনামে ২৭ আগস্ট নবান্ন অভিযানের দিন অশান্তি পাকানোর ছক কষার অভিযোগ আনছে শাসক দল। আরজি কর ইস্যুকে সামনে রেখে গত ১৮ আগস্ট মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ডার্বি ম‌্যাচে সমর্থক সেজে অ‌্যাসিড বোমা ও ধারালো অস্ত্র নিয়ে ঢুকে স্টেডিয়ামে গণ্ডগোল পাকানোর পরিকল্পনা ছিল একটি মহলের। পুলিশ আগাম খবর পেয়ে সেই ছক ভেস্তে দেয়। বামেদের একাংশও যোগ দিতে পারে গেরুয়া শিবিরের এই কর্মসূচিতে। বামেদের বিভিন্ন ফেসবুক পেজ থেকে শুরু করে এবিভিপি ও আরএসএসের ছদ্মনামের প্রোফাইল থেকে পোস্ট করা হচ্ছে এই কর্মসূচিকে কেন্দ্র করে।

নবান্ন অভিযানের নামে ২৭ আগস্ট পথে নেমে রাম-বাম যৌথভাবে অশান্তি ও হিংসা ছড়ানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে তৃণমূল। শুভেন্দু হুমকি দিয়ে বলেছেন, “মুখ‌্যমন্ত্রী ২৬ তারিখ পদত‌্যাগ করুন, যাতে গুলি না চালাতে হয়।” ২৭ তারিখ বেলা ১টায় কলেজ স্কোয়ার ও হাওড়ার সাঁতরাগাছিতে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। যদিও প্রকাশ্যে কর্মসূচি এড়িয়ে থাকার দাবি করছে বাম-সহ অন‌্যান‌্য ছাত্র সংগঠনগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

#nabanna abhijan, #Nabanna March, #bjp, #students

আরো দেখুন