দুর্ঘটনায় রেলযাত্রা কার্যত আতঙ্ক যাত্রায় পরিণত হয়েছে, দুভাগ হয়ে গেল ধানবাদগামী কিষাণ এক্সপ্রেস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশজুড়ে একের পর এক দুর্ঘটনায় রেলযাত্রা কার্যত আতঙ্ক যাত্রায় পরিণত হয়েছে। তা সত্ত্বেও হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের। ফের দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়ল ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা।
এবার উত্তরপ্রদেশের বিজনৌরে আলাদা হয়ে গেল ধানবাদগামী কিষান এক্সপ্রেসের একাধিক কোচ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু’টি কোচের মধ্যে কাপলিং আলাদা হওয়ার কারণে এই বিপত্তি। রবিবার ভোররাতের এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। এদিকে একের পর এক রেল দুর্ঘটনার জন্য ষড়যন্ত্রকেই দায়ী করেছেন রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রবনীত সিং বিট্টু। শনিবার তিনি বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া রেল দুর্ঘটনার তদন্তে একাধিক ভয়াবহ তথ্য উঠে এসেছে। শুক্রবার আলিগড়ে রেললাইন থেকে অ্যালয় হুইল উদ্ধার করা হয়েছে। বোঝাই যাচ্ছে এর পিছনে একাধিক ষড়যন্ত্র রয়েছে।’
জানা গিয়েছে, রবিবার ভোর ৪ টে নাগাদ উত্তরপ্রদেশে থেকে রওনা দিয়েছিল যাত্রীবাহী ট্রেনটি। পথে সেহৌরা স্টেশনের কাছে প্রবল ঝাঁকুনি দিয়ে খুলে যায় ট্রেনের ১০টি কামরা। দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা ঘটেছে। কিছুক্ষণ পর ইঞ্জিনের সঙ্গে বাকি বগিগুলি জুড়ে ফের গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি। যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।